Bangla Love sms 140 – Bangla New Sms Collection 2021

Bangla Love SMS 140 Welcome to our website now if you want to get a new kind of love that is so beautiful, beautiful, and most different. We update the SMS here every day. Bangla Love Sms 140  And we have brought new Bangla Love SMS in front of you in a new way. You can share these Bangla Good Morning SMS with your loved ones. Even WhatsApp can share everything on Facebook. We have arranged these love SMS for you to increase your love for the person you love with love-filled love SMS. Which you will like. This Post Search on Google 

Bangla Love SMS 140

 

বাজলে বাঁশি কুঞ্জবনে
রয় না ঘরে মন
তোমার SMS এলে আমার
প্রাণ হয় উচাটন।
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
BAJLE BASHI KUNJHO BONE
ROY NA GHARE MON
TOMAR SMS ELE AMAR
PRAN HOY UTATON

❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

মারো দম মারো দম
গাঁজার কলকে তুলে
মেজাজটা মোর খাপ্পা হয়
তোমার sms না এলে
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
MARO DOM MARO DOM
GAJAR KOLKE TULE
MEJAJTA MOR THAPPA HOY
TOMAR SMS NA ELE

 

💙💙💙💙💙💙💙💙💙

হায় হায় হরি হরি
আমি সদাই ভেবে মরি
কি কারণে অভিমান
বলোনা গো সুন্দরী
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
HAY HAY HORI HORI
AMI SODHAY VEBHE MORI
KI KARONA ABHIMANE
BOLONA GO SUNDORI

💙💙💙💙💙💙💙💙💙

নয়ন ডুবেছে কেনো চোখের জলে
যাচ্ছি না গো প্রনেশরী
তোমায় একা ফেলে।
NOYON DUBCHE KENO CHOKHER JOLE
JACHI NA GO PRANESWRI
TOMAY EKA FELE

💙💙💙💙💙💙💙💙💙

করেছি তোমায় SMS
প্রায় একশোসাতাশবার
কি এমন ব্যাস্ত তুমি
আমায় মনে পড়লো না
     একবার।।
💙💙💙💙💙💙💙💙💙
KARECHI TOMAY SMS
PRAY EKSHO-SATSHORBAR
KI EMON BASTHO TUMI
AMAY MONE PORE NA EKBAR
💙💙💙💙💙💙💙💙💙

তোমার বাবার শাসানিতে ভয় পাই না আমি
বুকে পেয়েছি তোমায় আমি
কি আর আমার চাই
💙💙💙💙💙💙💙💙💙
TOMAR BABAR SHASAMITE VOY PAY NA AMI
BUKE PEYECHI TOMAY AMI
KI ARE AMAR CHAY

💙💙💙💙💙💙💙💙💙

SMS বিনা তুমি,
কেন এলে আজ,
এমন বেহায়া তুমি
নেই কোনো লাজ।।
💙💙💙💙💙💙💙💙💙
SMS BINA TUMI
KENO ELE AJ
AMON BEHAYA TUMI
NEI KONO LAJ

💙💙💙💙💙💙💙💙💙

কত না ফুটেছে ফুল
গৌরী চাপার বনে
শুধু sms টা না আসতেই
আমার সুখ নেইকো মনে
💙💙💙💙💙💙💙💙💙
KATO NA FUTECHE FUL
GOURI CHAPAR BOLE
SHUDHU SMS TA NA ASTEI
AMAR SHUKH NEIKO MONE

💙💙💙💙💙💙💙💙💙

পত্নি নিষ্ঠ শান্তশিষ্ট
এক ভদ্রলোক আমি
মহারুদ্র হয়ে যায় যখন
বাবার বাড়ি যাও তুমি।
💙💙💙💙💙💙💙💙💙
POTNI NISTHO SHANTOSHISTHO
EK VODDROLOK AMI
MOHAGURU HOYE JAY JAKHAN
BABAR BARI JAO TUMI

 

💙💙💙💙💙💙💙💙💙

পিক পিক শব্দ হল আমার মোবাইলে
পাঠিয়েছে এসএমএস আমায়
এক রাজার ছেলে
💙💙💙💙💙💙💙💙💙
PIK PIK SHOBDO HOLO AMAR MOBIEL
PATHIYE SMS AMAR
EK RAJAR CHELE

💙💙💙💙💙💙💙💙💙

প্রেমের কোন বয়স নেই
তেষট্টি কিংবা তেরো
মনের মিল হয়ে গেলে
হাত ধরতে পারো।
💙💙💙💙💙💙💙💙💙
PREMER KONO BOYOS NEI
TESHOTTI KINGBA TERO
MONER MIL HOYE GELE
HAT DHORTE PARO

 

💙💙💙💙💙💙💙💙💙

তুমি আমার রসগোল্লা
আমি লেডিকিনি
প্রেম বাজারে প্রতিদিন
মোড়া করি বিকিকিনি
💙💙💙💙💙💙💙💙💙
TUMI AMAR RASHOGOLLA
AMI LEDIKINI
PREM BAJARE PROTIDIN
MORA KARI BIKIKINI

bangla love sms 140
bangla love sms 140

 

Bangla love SMS for wife

 

চোখে দেখিনি ডাকাত কভু,
শুধুই কানে শুনেছি
এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি,
যেদিন তোমায় পেয়েছি।
💙💙💙💙💙💙💙💙💙
CHOKHE DEKHINI DAKAT KAVU
SHODUI KANE SHUNCHI
EKHON HARE HARE TER PACCHI
JEDIN TOMAY PEYECHI

💙💙💙💙💙💙💙💙💙

খুজে দেখো মনের মাঝে,
আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়,
হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে
          তুমি আমায়
💙💙💙💙💙💙💙💙💙
KHUJE DEKHO MONER MAJHE
AHCI AMI SWAPER SAJHE
TOMAR OI CHOKHER TARAY
HAJAR SWOPNO ESE DARAY
SHUKHER SE SWAPER MAJE PABE
TUMI AMAR

💙💙💙💙💙💙💙💙💙  

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা
💙💙💙💙💙💙💙💙💙
MISTI HESHE KOTHA BOLE PAGOL KARE DILE
TOMAY NIYE HARIYE JABO AKHASHER NILE
TOMAR JONNO MONE AMAR AFURNTO ASHA
SARA JIBON PETE CHAY TOMAR VALOBASHA

 

💙💙💙💙💙💙💙💙💙

কিছু বৃষ্টির জল অশ্রু হিসেবে দিলাম,
কিছু ফুলের কাঁটা বেথা হিসেবে দিলাম,
কিছু সুখ নিরদাবি করে দিলাম,
কিছু দুঃখ ধার হিসেবে দিলাম,
অবশেষে কিছু গোলাপ
শুভেচ্ছা হিসেবে দিলাম
💙💙💙💙💙💙💙💙💙
KICHU BRISTI JOL OSRU HISABE DIALM
KICU FULER KATA BETHA HISHABE DILAM
KICU SHUKH NIRDABI KARE DILAM
KICU DUKH DHAR HISABE DILAM,
ABOSESE KICU GOLAP
SHUBECHA HISABE DILAM

💙💙💙💙💙💙💙💙💙

যদি মন কাঁদে আমি আসবো বরষা হয়ে,
যদি মন হাসে আসবো চাঁদ হয়ে,
যদি মন উড়ে, আমি আসবো পাখি হয়ে,
যদি মন খোঁজে আমি আসবো
        খুজেই দেখনা !!!
💙💙💙💙💙💙💙💙💙
JODI MON KANDE AMI ASBO BORSHA HOYE
JODI MON HASE ASBO CHAD HOYE
JADI MON URE AMI ASBO PAKHI HOYE
JODI MON KHUJE AMI ASBO
KHUJEI DEKHANA

 

bangla love sms 140 words
bangla love sms 140 words

Bangla love SMS for girlfriend

জীবন মরন তোমার নামে দিব আমি লিখে ,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।
তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?
💙💙💙💙💙💙💙💙💙
JOBON MORON TOMAR NAME DIBO AMI LIKHE
MISTI KARE BONDHU TUMI TARKAO AMAR DIKE
TOMAR MONER SOB KHABOR RAKHTE CHAY AMI
SOB SHESE BOL BONDU KEMON ACHO TUMI

 

💙💙💙💙💙💙💙💙💙

আমার ভাবনা বলে “I miss you” ,
আমার মন বলে “I feel you”,
আমার চোখ বলে “I see you”,
আমার হৃদয় বলে “I like you”,
আমার এসএমএস বলে “How Are You”
💙💙💙💙💙💙💙💙💙
AMAR VABNA BOLE I MISS YOU
AMAR MON BOLE I FEEL YOU
AMAR CHOKH BOLE I SEE YOU
AMAR HIRIDOY BOLE I LIKE YOU
AMAR SMS BOLE HOW ARE YOU

💙💙💙💙💙💙💙💙💙

রাতের বেলা খোলা আকাশ
মনটা হলো একটু উদাস,
তারার সাথে দূর আলাপন
আকাশটা এখন তুষার প্লাবন,
আমি আছি যেমন তেমন
বন্ধু তোমরা আছো কেমন?
💙💙💙💙💙💙💙💙💙
RATER BELA KHOLA AKHASH
MONTA HOLO EKTU USDAS

পাখির ঠোটে চিঠি দিলাম
তুমি খুলে পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধর।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছ তুমি ?

https://www.banglalovesms.in/wp-admin/post.php?post=2189&action=edit

💙💙💙💙💙💙💙💙💙

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

💙💙💙💙💙💙💙💙💙

আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি
১ ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।

bangla love sms for wife
bangla love sms for wife

romantic Bangla love SMS for girlfriend

চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া_
রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_
ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_
ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা_

💙💙💙💙💙💙💙💙💙

তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ।
তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ।
তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।

💙💙💙💙💙💙💙💙💙

যদি ভালবাসো মোরে,
তবে মোর হাত দুখান ধরে,
নিয়ে চল অনেক অনেক দূরে,
যেথায় তোমাতে আমাতে কথা হবে,
মুখে মুখে নয় কেবলই মনে আর মনে।।

💙💙💙💙💙💙💙💙💙

ভালোবাসা হল এমন একটি শ্বাস
যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল
ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম
রাখা হয়েছে ভালোবাসা।

💙💙💙💙💙💙💙💙💙

টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?

💙💙💙💙💙💙💙💙💙

প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ,বিয়োগ,গুন,ভাগ ও
বন্দনী থাকে,তেমনি প্রেমেও থাকে
হাসি-ট্টাটা,মান-অভিমান,বিরহ- বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা।।

💙💙💙💙💙💙💙💙💙

মুচকি হেসে যখন তুমি
বসো আমার কলে !!
তোমায় আমি সোহাগ ভরে
চুমু দেবো গালে !!

💙💙💙💙💙💙💙💙💙

মান করেছি মান করেছি কথা কবো না
বিয়ের পিঁড়িতে না বসালে এবার আমি বাঁচবো না।

💙💙💙💙💙💙💙💙💙

মধুর মধুর বংশি বাজে এইতো বৃন্দাবন
তুমি কৃষ্ণ আমি রাধা মোদের বাকি জীবন।

💙💙💙💙💙💙💙💙💙

এসএমএস ছিল না বলেই প্রেম
এতোকাল ছিল হয়ে অন্ধ
আজ মোবাইলের কল্যাণ এইতো
প্রেমের বনে উঠেছে এতো গন্ধ।

💙💙💙💙💙💙💙💙💙

কোকিল ডাকে কুহু কুহু হৃদয় ভড়ায় গানে
এসএমএস বলছে মোদের চলো কোন নির্জনে।

💙💙💙💙💙💙💙💙💙

যৌবন কাননে যখন নানা ফুল ফোটে
গুনগুন সুরে কত ভ্রমর এসে জোটে।

💙💙💙💙💙💙💙💙💙

তুমি তাই তুমি তাই গো পার্বতী
আমার হৃদয় যাহা চায়
আমি তোমারে পেয়েছি
হৃদয়মাঝে রে হয়েছি গো প্রেমময়।

💙💙💙💙💙💙💙💙💙

কানে দিয়ে এসএমএস বসে আছি আমি
প্রিয়তম বলে ডাক কখন দেবে গো তুমি?

💙💙💙💙💙💙💙💙💙

কৃষ্ণ কালো কোকিল কালো
কালো তুমি যতই হও
তুমি আমারি কাজলা
রানী প্রিয় তমা বুঝে নাও।

💙💙💙💙💙💙💙💙💙

ফাগুন মাসে কৃষ্ণচূড়া দিকে দিকে ফোটে
তোমার এসএমএস এলেই
আমার প্রেমের ঢেউ জেগে ওঠে।।।

💙💙💙💙💙💙💙💙💙

মোর দেহটাই আছে শুধু নেইকো দেহে প্রাণ
যখন আসে এসএমএস তখন জাগে মনে কলতান।

💙💙💙💙💙💙💙💙💙

মুচকি হেসে যখন তুমি
বসো আমার কলে !!
তোমায় আমি সোহাগ ভরে
চুমু দেবো গালে !!

💙💙💙💙💙💙💙💙💙

valobashar sms bangla lekha

দিনের শেষে আসে রাত
রাতের শেষে ঊষা !!
কবে তোমায় পাব দেখা
পাইনা খুঁজে দিশা !!

💙💙💙💙💙💙💙💙💙

আখিঁ মন ঢুলুঢুলু
প্রমের নেশাই
জেগে আছি সারারাত
তোমার আসাই ……..

💙💙💙💙💙💙💙💙💙

তোমার আসাই পথ চেয়ে
থাকবো আমি বসে
আমার জীবন করবে আলো
শুভখণে এসে ….. 

💙💙💙💙💙💙💙💙💙

ফুল কেনো ফুটেছিল
যদি যাবে ঝড়ে
ভালো কেনো বেসেছিলে
যদি যাবে দূরে ……..

💙💙💙💙💙💙💙💙💙

মসজিদে আছে আল্লা
চার্জে আছে জিসু
আমার মনমন্দিরে আছে
তোমার নামটি শুধু …….

💙💙💙💙💙💙💙💙💙

তুমি রয়েছ প্রিয়া
হৃদয়ের কাছাকাছি
আমি যে তোমাই ওগো
এতো যে গো ভালোবাসি ..

💙💙💙💙💙💙💙💙💙

একশোটা রাতের তারা একশোটা ফুল
একশোটা নদীর বুকে তরঙ্গ বেকুল
একশোটা মানুষের একশোটা মন
তারি মাঝে তুমি আমার প্রিয় একজন

💙💙💙💙💙💙💙💙💙

তুমি তাকেই ভালোবাসো
যে ভালোবাসা ছাড়া
আর কিছুই চাইবে না !!
তাকেই এড়িয়ে চলো
যে ভালোবাসার নামে
অনেক কিছু চাইবে !!

💙💙💙💙💙💙💙💙💙

READ MORE :-আর ও পড়ুন :-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top